এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। দেশের জন্যও এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মুহূর্ত। দেশের বহু গুরুত্বপূর্ণ দফতরকে রাজনৈতিক চোখ রাঙানি দেখিয়ে ব্যবহার এবং অপব্যবহার করা হচ্ছে। এটা রাজনৈতিক চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। সিবিআই ডিরেক্টর অলোক ভার্মার পদত্যাগ প্রসঙ্গে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা আরও বলেন, সিবিআইকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। বিজেপির পার্টি অফিস থেকে বিজেপির লোকেরা যা বলে দিচ্ছে তারা তাই করছে। তবে শুধুমাত্র সিবিআই নয়, আরবিআইও এমনটাই করছে। তবে এদিন রাফাল ইস্যুতে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন, এটা কংগ্রেসের বিষয়। ওদেরকেই জিজ্ঞাসা করুন।
অলোক ভার্মা প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী? শুনুন!
Be the first to comment