মমতার গলায় ফের একবার উঠে এল মানুষের যন্ত্রণার কথা, প্রয়োজনের কথা ৷ আজ বাঘমুণ্ডিতে জনসভায় এসে নন্দীগ্রামের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১০ তারিখ সৌভাগ্যবশত বেঁচে গিয়েছি ৷ ভেবেছিলাম প্রচারে আসতে পারব না ৷ কিন্তু আমার যন্ত্রণার থেকে মানুষের প্রয়োজন অনেক বেশি ৷ মানুষের যন্ত্রণা অনেক বেশি ৷ পাশাপাশি দলীর কর্মীদের অভিমান ভুলে লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ৷
এদিনের সভা থেকে তৃণমূল সরকারের ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি ৷ তাঁর বক্তব্য উঠে আসে রূপশ্রী, কন্যাশ্রী, দুয়ারে সরকারে-সহ একাধিক প্রকল্পের কথা ৷ বাঘমুণ্ডিতে, অযোধ্যা পাহাড় এলাকায় একসময় সন্ত্রাস ছিল ৷ সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৃণমূল সরকারের আমলে অনেক পরিবর্তন হয়েছে ৷ অনেক উন্নয়ন হয়েছে ৷ যা উন্নয়ন হয়েছে এখনও পর্যন্ত সেরকম উন্নয়ন কোনও সরকার করেনি ৷
সভা থেকে বিজেপির বিরুদ্ধে ফের সুর চড়ান তিনি ৷ তাঁর অভিযোগ, টাকা দিয়ে ভোট করায় বিজেপি ৷ মানুষের কাছে তাঁর বার্তা, টাকা দিয়ে চরিত্র বিক্রি করবেন না ৷ মাথা নত করবেন না ৷ চরিত্র নষ্ট হলে সব নষ্ট হয়ে যায় ৷
শেষে অভিমানী দলীয় কর্মীদের প্রতি তাঁর বার্তা, তোমরা অনেক লড়াই করেছ ৷ যুদ্ধের সময় অভিমান করে বসে থাকতে নেই ৷ সব ভুলে লড়াইয়ে শামিল হও ৷ শেষে বিজেপির প্রতি তাঁর বার্তা, যতই চেষ্টা করো তোমরা আমার কণ্ঠরোধ করতে পারবে না ৷
Be the first to comment