বলরামপুরে দাঁড়িয়ে বিজেপির আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা; পড়ুন!

Spread the love

বলরামপুরে পদ্ম শিবিরের একচ্ছত্র দাপট। গত পঞ্চায়েত ভোটে ভাল ফল করে বিজেপি ৷ সেই বলরামপুরে দাঁড়িয়েই বিজেপির আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশান্তি বাঁধাতে ঝাড়খণ্ড থেকে লোক ঢুকছে রাজ্যে। সেই নিয়ে বারবার পুলিশকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার দলনেত্রী হিসেবে পাল্টা কৌশল তাঁর। রাজ্যে বিজেপির আগ্রাসন ঠেকাতে পাল্টা কৌশল নিলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ঝাড়খণ্ড থেকে লোক ঢুকছে রাজ্যে ৷ মাথায় ফেট্টি বেঁধে লোক ঢুকছে ৷ ওদের সাহায্য করছে বামেরা ৷ আগে যাঁরা লাল ফেট্টি বাঁধতেন ৷ এখন তাঁরাই গেরুয়া ফেট্টি বাঁধছেন ৷ এখানে চক্রান্ত করছে বিজেপি ৷ হিংসা ছড়ানোর চেষ্টা করছে গেরুয়া শিবির ৷ আদিবাসী-মাহাতোর মধ্যে বিভাজনের চেষ্টা করছে একদিকে, অন্যদিকে অসমে বাঙালি খেদাও চলছে ৷’

পাশাপাশি, রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত নিয়ে বাম ও কংগ্রেসকেই বিঁধলেন মমতা। তিনি বলেন, ‘লোকসভায় একটি আসনও পাবে না বিজেপি ৷ কেন্দ্রেও বিজেপি থাকবে না ৷ কংগ্রেস-সিপিএম বিজেপিকে বাংলায় এনেছে ৷ বিজেপি থাকলে ব্যাঙ্কের টাকা লুঠ হবে ৷ বিজেপি থাকলে কৃষক মৃত্যু বাড়বে ৷ কেন্দ্রে সরকার গড়তে নির্ণায়ক ভূমিকা নেবে তৃণমূল ৷’ নির্বাচনের দিন বা তার আগে, ঝাড়খণ্ড থেকে লোক আনার অভিযোগ বিজেপির বিরুদ্ধে নতুন নয়।
লোকসভা ভোটকে সামনে রেখে রাজ্যে বিজেপির রথযাত্রা। তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘বিজেপির রথ হল রাবণ রথ ৷ রথের ভিতরে রয়েছে ফাইভস্টার হোটেল ৷ রাবণযাত্রা করবে বিজেপি ৷ আর রাজনৈতিকভাবে মোকাবিলা করবে তৃণমূল ৷ পরের দিন একই পথে পবিত্রযাত্রা করবে তৃণমূল ৷’
দেশজুড়ে বিজেপি বিরোধী দলগুলিকে এককাট্টা করতে ১৯ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ করবে তৃণমূল। সেই সমাবেশে ১৮-২০টি দল থাকবে বলে জানিয়ে লোকসভা ভোটেই বিজেপি বিদায়ের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*