ইভিএম নয় ব্যালটের দাবীতে পথে নামবে তৃণমূলঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

পিয়ালি আচার্য,

নবান্ন সভাঘরে তৃণমূল পরিষদীয় দলকে নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ আলোচনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন কিছু বাছাই করা সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিধায়কদের নির্দেশ দেন প্রতিটি বিধায়ক মানুষের বাড়ি বাড়ি যাবেন৷ ২১ শে জুলাইকে কেন্দ্র করে বিধায়করা জনসংযোগ যাত্রা করবেন৷ এর জন্য শুধু মাত্র দলীয় নেতা কর্মী বা শাখা সংগঠনগুলোই নয় ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষ যোগ দেবে। বিধায়করা জেলা সভাপতিদের সাথে কথা বলে এগুলো ঠিক করবেন। এ বিষয়ে একটি কোর কমিটিও গড়ে দেন তিনি। এখানে থাকবেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপির রাজনীতিকে তিনি বলেন ঘৃণা, হিংসা ও সিন্ডিকেটের রাজনীতি। এর পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদেও তৃণমূল কংগ্রেস প্রতিবাদে নামবে। ২১ শে জুলাইকে সামনে রেখে যেমন গণতন্ত্র বাঁচাও হবে তেমনই এর সাথে ব্যালট ফিরিয়ে দাও গণতন্ত্র বাঁচাও নামে এক আন্দোলন হবে। আজ তিনি বলেন, “আমি ১৯৯৩ সালের ২১শে জুলাই, নো এপিক কার্ড নো ভোট নামে এক গণ আন্দোলন করেছিলাম সেখানে ১৩ জন মানুষকে সিপিএম মেরেছিলো ১০০র বেশি আহত হয়েছিলেন। আবারও আমি ইভিএম সরাও ব্যালট ফিরিয়ে আনো এই দাবিতে সবাই মিলে আন্দোলন সংগঠিত করব। এছাড়াও এবারের ভোটে ইভিএম কেলেঙ্কারি যে হয়েছে সেই নিয়ে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে একটি ফ্যাক্ট ফান্ডিয়িং রিপোর্ট দেওয়া হোক এই দাবী জানাবো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*