প্রতি বছরের মতন এবছরও দার্জিলিঙে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। দার্জিলিঙের ম্যালে আয়োজিত অনুষ্ঠানে নেতাজির ছবিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে তিনি বলেন, কার্শিয়াঙে নেতাজি অনেক দিন ছিলেন তাই পাহাড়েও ওনার জন্মদিন পালন করা উচিত। তাই ২০১১ সালে ক্ষমতায় আসার পর আমরা সিদ্ধান্ত নিলাম পাহাড়ে ৪ বছর আর কলকাতায় এক বছর এইভাবে ভাগ করে আমি নেতাজির জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত থাকব।
তিনি আরোও বলেন, নেতাজি সেক্যুলারিজমের কথা বলেছিলেন, উনি কিন্তু কোন একজনের কথা বলেননি, উনি সব ধর্মের মানুষের কথা বলেছিলেন। হিন্দু ধর্ম কারো একার নয়। হিন্দু ধর্ম সার্বজনীন। এখন যা দেশে চলছে, হিন্দু ধর্মের নামে বাকি সব ধর্মের মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবে ওরা হিন্দু ধর্মের অপমান করছে। আমরা হিন্দু বলে কি অন্য ধর্মকে পছন্দ করব না? তাদের উৎসব পালন করব না?
Be the first to comment