কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ডাকা বিশেষ ভার্চুয়াল বৈঠকে আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়েন্ট এবং নিট পরীক্ষা ইস্যু প্রধান আলোচ্য বিষয় হলেও অনেক বিষয় নিয়েই সরব হয়েছিলেন বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীরা।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য থেকে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে আর রাজ্যকে এক পয়সা দিচ্ছে না। রাজ্যগুলো টাকা পাবে কোথা থেকে? টাকা কি আকাশ থেকে পড়বে?” তিনি আরোও বলেন “দুর্ভাগ্যজনক অবস্থার মধ্যে আমরা রয়েছি। আমরা গুরুতর সমস্যার মুখে। কিন্তু আমরা বলতে পারছি না। বললেই এজেন্সি লাগিয়ে দিচ্ছে। ভয় দেখাচ্ছে। এটা গণতন্ত্র বলে না।”
Be the first to comment