নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে সবাইকে নিয়ে কাজ করতে হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে সবাইকে নিয়ে কাজ করতে হবে। উত্তরবঙ্গ সফরে দলীয় নেতা, বিধায়কদের এবার এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে আসেন তিনি। এরপর তিনি পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে বৈঠকে বসেন।

আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, সবাইকে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন নেত্রী। পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি। বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হওয়ার কথাও বলেছেন তিনি।

মন্ত্রী গৌতম দেব জানান, “অনেক বিষয়ে আলোচনা হয়েছে। দলের অভ্যন্তরীণ ব্যপার আমরা এমন কিছু বলব না যে তা বাইরে বেরিয়ে পড়ে। দলের বিষয় দলের মধ্যেই আলোচনা করে নিতে হবে।

আজ বিকেলে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিধায়ক এবং শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলা সভাপতি কিষান কল্যাণী, আলিপুরদুয়ারের জেলা সভাপতি মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার, জলপাইগুড়ির সভাধিপতি উত্তরা বর্মণ, জলপাইগুড়ি জেলার বিধায়ক অনন্তদেব অধিকারী, মিতালি রায়, খগেশ্বর রায়, গৌতম দেব, শুক্রা মুন্ডা, বুলুচিক বরাইক, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, কুমারগ্রামের বিধায়ক জেমস কুজুর, ঋতব্রত বন্দোপাধ্যায় সহ অন্যরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*