রেশন ব্যবস্থা নিয়ে বিধানসভায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মমতা বিধানসভায় বলেন, গরিবদের একাংশ রেশন পাচ্ছেন না ৷ রেশন বিলি বণ্টনে সামঞ্জস্য রাখতে হবে। এদিন বিধানসভায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মমতা বলেন, আমি খাদ্যমন্ত্রীকে বলবো একটা সর্বদল ডাকুন। মানুষ গরিব, তাদের কোনও দল হয় না। তাই এই রেশন কার্ডের বিষয়ে সর্বদল ডেকে পরামর্শ নেওয়া উচিত। মমতা আরও বলেন, রেশন বিলি বণ্টনে সামঞ্জস্য রাখতে হবে ৷ রেশন বণ্টনে গাফিলতি কোনও মতেই বরদাস্ত করা হবে না।
এদিন মমতা বলেন, ৪-৫ শতাংশ গরিবের রেশন কার্ড নেই ৷ এই মানুষগুলোর কাছে পৌঁছতে হবে ৷ পাশাপাশি খাদ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, বিডিও অফিসে তালিকা প্রকাশ করতে হবে ৷
Be the first to comment