‘ওয়েটিং হাটস ফর প্রেগন্যান্ট ওমেন’ পেলো স্কচ অ্যাওয়ার্ড। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প এটি ৷ শুক্রবার সকালে এই বিষয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে তিনি লেখেন, আমি গর্বিত ৷ একটি অসাধারণ মুহূর্ত ৷ বাংলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর ‘ওয়েটিং হাটস ফর প্রেগন্যান্ট ওমেন’ প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে ৷
উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লিতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এই সম্মানটি পেয়েছে ৷ মুখ্যমন্ত্রী এই কৃতিত্বের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি আরও লেখেন, আমাদের রাজ্য সরকার এর আগেও একাধিক স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের জন্য ‘স্কিল গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে রাজ্য। ২০১৮ সালে নানা বিভাগে সর্বোচ্চ সংখ্যার স্কচ অ্যাওয়ার্ড পায় পশ্চিমবঙ্গ ৷
রাজ্যের বিদ্যুৎ সংস্থা ২০১৮ সালের ডিসেম্বর মাসে ‘স্কচ অ্যাওয়ার্ড’ পায় ৷ সৌন্দর্যায়ন প্রকল্পে ২০১৮ সালের জুন মাসে ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেয়েছিল বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খাদ্যসাথী’ প্রকল্পও পেয়েছিল জাতীয় স্তরের এই সম্মান ৷
Be the first to comment