ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে একটি সমাবেশ ছিল। সেখানে শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিহাস বিকৃতি রুখতে গণ-জাগরণ প্রয়োজন, শিক্ষকরাই সেই দায়িত্ব পালন করতে পারেন। এদিন তিনি ডিএ নিয়ে বলেন, ভুল বুঝবেন না। আমাদের আছে (টাকা) তা-ও দিচ্ছি না তা নয়। টাকা থাকলে তো দেব।” শুধু এটুকুই নয়, মমতা এদিন রাজ্যের গরিবি বোঝাতে বলেন, “আমাদের গরিবের সংসার। আপনাদের ঋণ টাকা দিয়ে শোধ করা যায় না। প্রতিকূলতার মধ্যে কাজ করছি। ইনকামের থেকে বেশি দেনা শোধ করতে চলে যাচ্ছে। ৫৫ হাজার কোটি টাকা এই বছরেই দিতে হবে।”
মমতা বন্দ্যোপাধ্যায় আরোও বলেন, “দেশের সিচুয়েশন খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আজকে মাইনে দিতে পারছি, আশা করছি দিয়ে যেতে পারব কিন্তু ব্যাঙ্কের সব টাকা যদি চলে যায়, অর্থনীতিতে যদি ধস নামে, তখন কী করব? বিশ্বাস রাখুন। সীমাবদ্ধ ফান্ডে যখন যেমন পারব দিতে দিতে যাব। শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকেও মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভের সুরই।
দেখুন ভিডিও!
Be the first to comment