বরাবরই প্রতিবাদের অস্ত্র হিসেবে কলমকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন একাধিক কবিতা ৷ এবার ফেসবুকে “নতুন প্রজন্মের জন্ম” কয়েক লাইন লিখলেন তিনি ৷ নোট বাতিল হোক বা লোকসভা নির্বাচনের প্রক্রিয়া, নানা ইস্যুর বিরোধিতায় লিখেছেন একাধিক কবিতা। তবে এবার আর কোনও নির্দিষ্ট ইস্যুতে প্রতিবাদ বা বিরোধিতা নয়। এবার নতুন প্রজন্মের জন্য কয়েক লাইন লিখলেন তিনি।
নতুন প্রজন্মের প্রতি তাঁর আশা-ভরসা যে কতটা তা এই কয়েক লাইনের মাধ্যমে ব্যক্ত করেছেন মমতা। লিখেছেন, নতুন প্রজন্মই ইতিহাস গড়ে তোলে আর তাদেরই তিনি ভালোবাসেন। জানিয়েছেন, তারাই তাঁর কাছে আশার আলো। আর এই নতুন প্রজন্মের উপরই বাংলার গৌরব দাঁড়িয়ে রয়েছে বলেও তাঁর দৃঢ় বিশ্বাস।
দেখুন!
Be the first to comment