রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে ১৮ অক্টোবর পথে নামছেন মমতা

Kolkata: West Bengal Chief Minister Mamata Banerjee in a conversation with TMC leader Sudip Bandyopadhyay during a meeting of the Indian National Trinamool Trade Union Congress (INTTUC) in Kolkata on Sep 23, 2019. (Photo: IANS)
Spread the love

রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নীকরণের প্রতিবাদে ১৮ অক্টোবর কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপর দিল্লিতেও ৪৮ ঘণ্টার ধর্নায় বসতে চলেছেন তৃণমূল সাংসদরা ৷ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের রাষ্ট্রায়ত্ত সংস্থার শ্রমিক সমাবেশে একথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন সমাবেশ মঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, দেশের লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিলগ্নিকরণ করে চলেছে কেন্দ্র। বাংলায় উৎপাদিত কয়লাকেও অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এর প্রতিবাদেই এবার পথে নামবো।

উল্লেখ্য, লোকসভায় বাজেট অধিবেশনের পর থেকেই রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ নিয়ে একাধিকবার সরব হয়েছে তৃণমূলের সংসদীয় দল। সোমবার সেই সুরেই তৃণমূল সুপ্রিমো বলেন, খুব কৌশল অবলম্বন করেই সংস্থাগুলির বিলগ্নিকরণ করছে কেন্দ্রীয় সরকার। চিত্তরঞ্জন লোকোমটিভ, হলদিয়া পেট্রোকেমিক্যালস, সেইল, কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, বিএসএনএল- সব বেসরকারিকরণ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। অথচ এর বিরুদ্ধে কোনও কথা বলতে দেওয়া হচ্ছে না। এরপরই কেন্দ্রীয় সরকারি কর্মীদের উপস্থিতিতে মোদী সরকারকে বিঁধে মমতা বলেন, আমার বিরোধিতা করলেও আমরা তাঁদের চাকরি খাইনি। কিন্তু আপনাদের তো চাকরির দিকটাও দেখতে হবে। তাই নিজেরা প্রতিবাদ না করে পরিবারের লোক, বন্ধু-বান্ধবদের দিয়ে সোশাল মিডিয়ায় প্রতিবাদ করা শুরু করুন।

তবে শুধু সোশ্যাল মিডিয়াতেই প্রতিবাদ নয়, বিলগ্নিকরণ ইস্যুতে পথে নামার ডাক দেন মমতা। কর্মীদের নিয়ে মিছিলের নেতৃত্বও দেবেন মমতা নিজেই, সেই কথা জানিয়ে দিনক্ষণও ঠিক করে দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ১৮ অক্টোবর বেলা ২টোয় মিছিল করা হবে। শিয়ালদহ থেকে মৌলালি হয়ে ধর্মতলা থেকে ফেয়ারলি প্লেস অবধি মিছিল হবে। আমিও হাঁটবো আপনাদের সঙ্গে। মিছিলের স্লোগান হবে, সেভ পাবলিক সেক্টর, সেভ ইন্ডিয়া। এমনকী, এই প্রতিবাদকে গোটা দেশে ছড়িয়ে দিতে চান মমতা। তিনি বলেন, আমি আমার লোকসভার সাংসদদের বলব, কেন্দ্রের অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইতে। মমতা বলেন, ১৩ থেকে ১৭ অক্টোবরের মধ্যে সময় নিন ৷ দরকারে তারিখের পর দিল্লিতে আলোচনা করুন ৷ দরকার হলে দিল্লিতে ৪৮ ঘন্টার ধর্নাও দেব। পরবর্তীতে বিহার, মুম্বাই, চেন্নাইতেও ধর্নায় বসা হবে। কেন্দ্রের বিরুদ্ধে এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে।

এছাড়া, কেন্দ্র বিরোধী কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়ণের জন্য তৃণমূলের নেতা, সাংসদদের নিয়ে একটি কোর কমিটিও গঠন করেছেন মমতা। সেই কমিটিতে রয়েছেন সুব্রত বক্সী, দোলা সেন, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, মলয় ঘটক, পূর্ণেন্দু বোস, শোভনদেব চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনরা। কমিটি ঘোষণা করে এদিন মমতা বলেন, আপনারা ভয় পাবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি। ২৬ তারিখ কাশীপুর গানসেল-এর সামনে বিক্ষোভে বসবো আমরা। ২৭ তারিখ বেলা একটার সময় কোল ইন্ডিয়ার সামনে প্রতিবাদে বসবো আপনাদেরকে সঙ্গে নিয়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*