সোমবার উত্তরবঙ্গে বিজয়া সম্মিলনী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

সোমবার উত্তরবঙ্গে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির মাল্লাগুড়িতে পুলিশ কমিশনারেটের মাঠে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান করবেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলিগুড়ি-জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট মানুষজন। পাশাপাশি উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী।

এতদিন পর্যন্ত কলকাতায় একাধিক বিজয়া সম্মিলনীতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজারহাট নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশিষ্ট শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান করেছিলেন তিনি। কিন্তু এই প্রথমবার উত্তরবঙ্গে বিজয়া সম্মিলনীতে যোগ দিচ্ছেন তিনি। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি দুই জেলাকে নিয়েই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হবে। এই দুই জেলার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষদের এই বিজয়া সম্মিলনীতে যোগ দিতে আমন্ত্রণ জানানো হচ্ছে। নবান্নের সচিব পর্যায় থেকে তালিকা তৈরি করা হয়েছে আমন্ত্রিতদের।

তবে রাজনৈতিক মহলের মতে, জনসংযোগের কারণে এবারে উত্তরবঙ্গে বিজয়া সম্মিলনী করার উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শনিবার থেকে রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনীর কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। এরই মাঝে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বিজয়া সম্মিলনী করার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*