মুর্শিদাবাদের শ্রমিকদের পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ৷ শ্রমিকদের এই নৃশংসভাবে হত্যার ঘটনায় আমরা শোকাহত ৷ কাশ্মীরে শ্রমিক মৃত্যুর ঘটনায় বুধবার এভাবেই টুইটারে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, গতকালের ঘটনা পূর্বপরিকল্পিত ৷ পাঁচজন নির্দোষ শ্রমিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ৷ আমরা শোকাহত ৷
পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও একহাত নেন তিনি ৷ লেখেন, বর্তমানে কাশ্মীরে কোনও রাজনৈতিক কার্যকলাপ নেই ৷ আইন-শৃঙ্খলা পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে ৷ তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, “ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি ৷ যাতে আসল সত্যিটা বেরিয়ে আসে ৷ আমরা ADG (দক্ষিণবঙ্গ) সঞ্জয় সিংকে তদন্তের দায়ভার দিয়েছি ৷
পাশাপাশি নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে ইতিমধ্যেই সাংসদ বিধায়করা মুর্শিদাবাদে পৌঁছেছেন ৷ সমস্তরকম সাহায্যের জন্য রয়েছেন তাঁরা ৷
Be the first to comment