এখানে সকলেই নাগরিক, এখানে এনআরসি হবেনা; মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

আজ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনস্বার্থে বিভিন্ন প্রশাসনিক নির্দেশ দেওয়া ছাড়াও বাংলার পাঁচজন শ্রমিককে কাশ্মীরে নৃশংসভাবে হত্যার নিন্দা করেন তিনি।পাশাপাশি জানান রাজ্য সরকার বাকি শ্রমিকদের বাংলায় ফিরিয়ে এনেছে এবং তাঁদের এখানে কাজ শুরু করার মত পর্যাপ্ত টাকা তাঁদের তুলে দেওয়া হয়েছে। সকলকে আশ্বস্ত করে তিনি বলেন, এখানে সকলেই নাগরিক, এখানে এনআরসি হবেনা।

এদিন তিনি জল ধরো জল ভরো প্রকল্পে যে পুকুরগুলি খনন করা হয়েছে সেগুলিতে মাছের চাষ আরও বাড়াতে জোর দিতে বলেন। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পোল্ট্রি উৎপাদন বাড়াতে জোর দেওয়া হয়েছে। ২ লক্ষ টন ধানের পাশাপাশি ডালের চাষ বাড়ায় কৃষকদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কৃষক বন্ধুর টাকা এখন পর্যন্ত যেসব কৃষকরা পাননি, সেগুলি তাড়াতাড়ি দেওয়ার ব্যাবস্থা করার নির্দেশও দেন তিনি। এই জেলায় স্বাস্থ্য সাথী প্রকল্পে আরও মানুষকে অন্তর্ভুক্ত করা হবে। শিশু সাথী প্রকল্পের কাজে অগ্রগতি চোখে পড়ার মত হয়েছে এই জেলায়। এর পাশাপাশি কন্যাশী প্রকল্পের কাজ আরও ভালোভাবে করতে বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*