অধিবেশন কক্ষে মাইক বিভ্রাট, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Spread the love

প্রাক্তন রাজ্যপালের বক্তব্যের মাঝেই বিধানসভায় বন্ধ হয়ে গেল মাইক্রোফোন । একারণে বক্তব্যের একদম শুরুতে হোঁচট খেতে হয় প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণনকে । মাইকের সমস্যার জন্য তাঁকে স্থান পরিবর্তনও করতে হয় । ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী।

আজ বিধানসভায় সংবিধানের ৭০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে। দেশের বিশিষ্টজনেরা বিধানসভায় বক্তব্য পেশ করেন। বক্তব্যের একদম শুরুতেই হোঁচট খান প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন। মাইকের সমস্যায় তাঁকে স্থান পরিবর্তন করতে হয় । একাধিকবার মাইক বদল করেও অধিবেশন কক্ষের সর্বত্র তাঁর বক্তব্য স্পষ্ট শোনা যায়নি। এরপর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের মাইক্রোফোনটি ব্যবহার করতে বলেন প্রাক্তন রাজ্যপালকে। তিনি শেষে বিমান বন্দোপাধ্যায়ের আসনের সামনে দাঁড়িয়েই বক্তব্য রাখেন । সমগ্র ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বারবার জানতে চান কেন এমন ঘটছে । তৎক্ষণাৎ বিধানসভার পূর্ত দপ্তরের কর্মীদের ডেকে বিষয়টি দেখতে বলেন।

প্রসঙ্গত, মাইক্রোফোনের সমস্যা বিধানসভায় নতুন নয়। বিধানসভায় যখন অধিবেশন চলে তখনও অনেক বিধায়কের বক্তব্য শোনা যায় না। এনিয়ে দীর্ঘদিন ক্ষোভ প্রকাশ করেছেন শাসক এবং বিরোধী দলের বিধায়কেরা। আজকের পর অধ্যক্ষ জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*