সবুজ ঝড়ে ধূলিসাৎ গেরুয়া শিবির ৷ রাজ্যের তিনটি বিধানসভার উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এর মধ্যে তৃণমূল দু’টি আসন জিতেছে ২১ বছর পর ৷ তা স্বত্বেও দলীয় নেতা নেত্রীদের বিজয় মিছিল না করার পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
কালিয়াগঞ্জ, খড়্গপুর ও করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ ফলাফল ঘোষণার পরই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কোনও বিজয় মিছিল না করার পরামর্শ দিয়েছেন ৷ দলের নেতা,কর্মীদের উদ্দ্যেশ্য জানান, বিজয় পর্বকে পালন করতে হবে শৃঙ্খলার সাথে, সংযতভাবে ৷
তাছাড়া তিনি জানান, আমি নিজেই সময় করে কালিয়াগঞ্জ, খড়্গপুর ও করিমপুরের মানুষের কাছে ব্যক্তিগতভাবে গিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আসব ৷
প্রসঙ্গত,কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ২৪১৪ ভোটে জিতেছেন তৃণমূলের প্রার্থী তপনদেব সিংহ। অন্যদিকে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার জিতেছেন ২০৮৫৩ ভোটে৷ এছাড়া করিমপুরও নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল ৷ এখানে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় ২৩৯১০ ভোটে জয়লাভ করেছেন ৷
রাজ্যের তিনটি বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১৯৯৮ সালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পর গত ২১ বছরে আমরা কালিয়াগঞ্জ এবং খড়গপুর আসন জিততে পারিনি। এবার মানুষ আমাদের আশীর্বাদ করেছে। এটা মানুষের জয়। তাই মানুষকেই এই জয় উৎসর্গ করছি আমরা।
Be the first to comment