বিধানসভা উপনির্বাচনে খড়গপুর সদর, কালিয়াগঞ্জ ও করিমপুর এই তিন আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ৷ এই তিন কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানাতে ওই বিধানসভা এলাকাগুলিতে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।
আগামী ৯ ডিসেম্বর খড়গপুর থেকে কর্মসূচি শুরু করবেন তৃণমূল সুপ্রিমো । এরপর একে একে কালিয়াগঞ্জ ও করিমপুরে যাবেন । পাশাপাশি ১১ ও ১২ ডিসেম্বর দিঘায় একটি শিল্প সম্মেলনে যোগ দেবেন তিনি ৷
তিনটি বিধানসভা উপনির্বাচনে ব্যাপক জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস । এই নির্বাচন কেন্দ্রগুলির মধ্যে কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর ছিল প্রেস্টিজ ফাইট । লোকসভা নির্বাচনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জয়ী হয়েছিলেন খড়গপুর থেকে । তিনি সাংসদ হয়ে যাওয়ায় তাঁর ফেলে আসা জায়গায় এবার উপনির্বাচন ছিল । এই আসন থেকে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ৷ পাশাপাশি কালিয়াগঞ্জ ও করিমপুরেও ভালো ফল করে রাজ্যের শাসকদল । প্রসঙ্গত, খড়গপুর ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে এই প্রথম জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা । আর এতেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজ বিধানসভায় নেত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন জয়ী প্রার্থী তথা বর্তমান খড়্রগপুর সদরের বিধায়ক প্রদীপ সরকার । তাঁকে ভালো করে কাজ করার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায় । খড়গপুরের মানুষকে পরিষেবা দেওয়ার কথা বলেন তিনি । তিনটি বিধানসভা উপনির্বাচনে জয় পেয়ে সন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় জানান, খড়গপুর, কালিয়াগঞ্জ ও করিমপুরের ভোটারদের তিনি ধন্যবাদ জানাবেন ।
Be the first to comment