যতই গ্রেফতার করুক, যতই কেস দিক; আমাদের লক্ষ থেকে আমরা কিছুতেই পিছু হঠবো না। সাধারন মানুষের পাশে আমরা সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি ইতিমধ্যে অসমের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছি। ওদের নির্দেশ দিয়েছি কোনওমতেই ওরা যেন পিছু না হঠে। মানুষের পাশে থাকার কথা বলেছি। চক্রান্ত করে আমাদের থামানো যাবে না। বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরে নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখ্যমন্ত্রী একথাই জানালেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নেমেই কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, বিজেপি কি কিছু চাপা দিতে চাইছে? নাহলে কেন এরকম করল? কেন ১৪৪ ধারা?
এছাড়াও মমতা এদিন আরও বলেন, দেশে গণতন্ত্র নয়, সুপার এমারজেন্সি চলছে ৷ এদিন তিনি বলেন, কাউকে হেনস্থা করা হবে না ৷ স্বরাষ্ট্রমন্ত্রী আমায় আশ্বাস দিয়েছিলেন ৷ তার পরেও কেন এই হেনস্থা? ৷ যদি সত্যিই অসমে কিছু না ঘটে থাকে ৷ তবে কেন বিমানবন্দরে ১৪৪ ধারা জারি? ৷ পুলিশ ওঁদের হোটেলে রাখবে বলেছে ৷ কেন পুলিশের কথায় চলবেন ওঁরা ৷ অসমে মিডিয়াকে কন্ট্রোল করা হচ্ছে ৷ দেশে সুপার এমারজেন্সি চলছে ৷ মহিলা সাংসদদের মারধর করা হয়েছে ৷ মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে ৷ বিজেপি হতাশ হয়ে পড়েছে ৷ পেশি শক্তি দেখাচ্ছে বিজেপি সরকার ৷ দাঙ্গা বাঁধানোর চেষ্টা বিজেপির ৷
Be the first to comment