আজ এক বাণিজ্য সম্মেলনে সারা দেশে আর্থিক সঙ্কটের মধ্যেও বাংলায় নতুন শিল্প করার পরিবেশ রয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরোও বলেন, “সারা দেশেই শিল্পে একটা অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব আকাশ ছুঁয়েছে। এক কেজি পেঁয়াজের দাম ১৪০ টাকা!” ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়েও নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি বলেন, “বাংলায় সমান্তরাল সরকার চালানোর চেষ্টা হচ্ছে। সেই জন্যই দু’দিনের বিধানসভার অধিবেশন স্থগিত করে দিতে হয়েছে।”
Be the first to comment