আপনারা আমাদের ব্যবসা দিন আমরা আপনাদের হাসিমুখে সাহায্য করবো: মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

আজ দীঘায় বাণিজ্য কনক্লেভের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তাঁর উদ্বোধনী বক্তৃতায় বলেন, কলকাতায় একটি বিশাল কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছে। বিশ্বের এক অন্যতম বৃহৎ কনভেনশন সেন্টার এটি। দীঘা কলকাতা থেকেও দুরে হলেও সড়ক পথে যুক্ত। এখানে পর্যটন শিল্প আছে। তাই, আমরা ঠিক করলাম এখানে বাণিজ্য কনক্লেভ করার। এই কনভেনশন সেন্টারের সঙ্গে হোটেলও আছে যেখানে ৭০টি ঘর আছে। এই কনভেনশন সেন্টারে যেকোনো বাণিজ্যিক সংস্থা তাদের মিটিং, সম্মেলন আয়োজন করতে পারে।

তিনি আরোও বলেন, আমাদের সরকার গত আট বছরে দীঘার যা উন্নতি করেছে, তা দেখে সকলে খুশী। কিছুদিনের মধ্যেই এখানে মেরিন ড্রাইভ তৈরি হচ্ছে। দুটি সেতু তৈরি হয়ে গেছে। এই কনভেনশন সেন্টার উড়িষ্যার একদম পাশে। আমরা সকলেই পুরীর জগন্নাথ মন্দিরের কথা জানি। আমরা এখানেও মাসীর বাড়ি মন্দির তৈরি করছি। তাজপুরে বন্দর তৈরী করা হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ২০টি দেশের পাশাপাশি রাষ্ট্রসঙ্ঘের দল, বিশ্বব্যাঙ্কের প্রতিনিধি দল এখানে উপস্থিত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক আমাদের একটি প্রকল্প করতে ১৫ কোটি দিয়েছে। শিল্প অর্থনীতির ওপর নির্ভরশীল। এই মুহূর্তে অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*