বাইশে পা দিয়ে বিশেষ বার্তা মমতার

Spread the love

জন্মদিনে আজ ‘নাগরিক দিবস’ পালন তৃণমূলের। সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দলের প্রতিষ্ঠা দিবস এবার ‘নাগরিক’দের জন্য উৎসর্গ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশ অনুযায়ীই বুধবার রাজ্যজুড়ে ‘নাগরিক দিবস’ পালন করছে জোড়াফুল শিবির। দলের ২২ তম প্রতিষ্ঠা দিবসের দিন টুইট করেও এ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে গত কয়েকদিন ধরে পথে নেমে সোচ্চার হয়েছে মমতা বাহিনী।

দলের প্রতিষ্ঠা দিবসে কর্মীদের উদ্দেশে এদিন টুইটারে মমতা লিখেছেন, ‘‘আজ তৃণমূলের ২২ বছর পূর্ণ হল। দলের পক্ষ থেকে মা-মাটি-মানুষকে জানাই সশ্রদ্ধ প্রণাম। যে সকল কর্মী-সমর্থকরা নিঃস্বার্থভাবে দলের কাজ করে যান, তাঁদের অভিনন্দন জানাই। মানুষের আশীর্বাদ ছাড়া আজ তৃণমূল এই জায়গায় এসে পৌঁছত না’’। পাশাপাশি তৃণমূলনেত্রী লিখেছেন, ‘‘আজ রাজ্যজুড়ে বুথে বুথে পালিত হবে ‘নাগরিক দিবস’। আমরা সবাই নাগরিক। মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে, চলবে। জয় হিন্দ, জয় বাংলা’’।

প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের বিরোধিতায় প্রথম থেকেই সোচ্চার তৃণমূল সুপ্রিমো। ৩ জানুয়ারি শিলিগুড়িতে একই ইস্যুতে পথে নামার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এর আগে কলকাতায় চারটি ও হাওড়া থেকে কলকাতার ডোরিনা ক্রসিং পর্যন্ত সিএএ-এনআরসি বিরোধী মিছিল করেছে রাজ্যের শাসক দল। দলনেত্রীর নির্দেশে প্রতিটা জেলা, বিধানসভা ও ব্লকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে পদযাত্রা হয়েছে। পাল্টা কলকাতা ও জেলায় জেলায় সিএএ-এর পক্ষে মিছিল করছে বিজেপি। গত সোমবার পুরুলিয়ায় মিছিল শুরুর আগে বিজেপিকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রী বললেন, ‘‘এনআরসির নামে দেশ থেকে মানুষকে বিতাড়িত করার চক্রান্ত করছে বিজেপি। এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে আহ্বান জানাচ্ছি। জোট বাঁধুন, তৈরি হন। সারা দেশে বিজেপিকে একা করে দিন’’।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/posts/2926664250734230


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*