ছোট আঙারিয়াকাণ্ডে নিহতদের প্রতি আজ টুইটারে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ‘৩৪ বছরের বাম জমানায় রাজনীতির বলি শহিদদেরও’ শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল নেত্রী। ২০০১ সালের ৪ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ছোট আঙারিয়া গ্রামে নিহত হন পাঁচ তৃণমূল কর্মী। হামলা চালানোর অভিযোগ ওঠে তৎকালীন শাসক CPIM-এর দিকে।
২০০১ সালের ৪ জানুয়ারি ছোট আঙারিয়া গ্রামের বাসিন্দা বক্তার মণ্ডলের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ, আগুন লাগানোর পর গুলিও চালানো হয়েছিল। যার জেরে মৃত্যু হয় ৫ জনের। এরা সকলেই তৃণমূল সমর্থক ছিলেন বলে জানা যায়। অভিযোগ ওঠে CPM কর্মীদের বিরুদ্ধে। গণহত্যায় অভিযুক্ত ছিলেন জেলার দুই প্রভাবশালী CPM নেতা তপন ঘোষ এবং সুকর আলি।
একদা রাজ্য রাজনীতিতে সাড়া জাগানো এই ঘটনায় CBI-কে দিয়ে তদন্ত করানো হয়। তবে ২০০৯ সালে উপযুক্ত প্রমাণের হবে কার্যত ঠান্ডা ঘরে চলে যায় এই মামলা। বেকসুর খালায় হয়ে যান তপন ঘোষ, সুকুর আলি-সহ ৮ CPM নেতা। তবে আরও ৫ অভিযুক্ত অবশ্য তখনও ফেরার ছিল।
Be the first to comment