বিজেপিকে যারা টাকার জোগান দেয়, তাদের নাগরিকত্ব দেওয়ার ছুতো হল নাগরিকত্ব সংশোধনী আইনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বিজেপিকে যারা টাকার জোগান দেয়, তাদের নাগরিকত্ব দেওয়ার ছুতো হল নাগরিকত্ব সংশোধনী আইন। ধরনা মঞ্চ থেকে একথা বলে বিজেপিকে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো। CAA পাশ হওয়ার পর থেকেই এই আইনের তীব্র বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক প্রতিবাদ মিছিল করেছেন। স্লোগান তুলেছেন বিজেপির বিরুদ্ধে। মঙ্গলবার রানি রাসমণি রোডে প্রতিবাদ মঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বলতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি ৷

তৃণমূল ছাত্র পরিষদের ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা বৈধ নাগরিক, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য CAA একটি ছুতো ৷ যে বিদেশিরা বিজেপিকে টাকার জোগান দেয় তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই কি CAA-এর মতো আইন পাশ করানো হয়েছে?

গতবছর অক্টোবরে কাশ্মীরের কুলগ্রামে বাঙালি শ্রমিকদের খুনের কথা মনে করিয়ে দিয়ে মমতা বলেন অন্যান্য রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে নিরাপদ। তাঁদের কোনও সমস্যার সম্মুখীন হতে হয় না। তাঁর কথায়, পাকিস্তানের সঙ্গে বিজেপির কি কোনও সমঝোতা আছে? না কি তারা পাকিস্তানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর? সম্প্রতি কলকাতা সফরে আসেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদীর ওই সফর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা অতিথিদের সম্মান করতে জানি। শত্রুকেও আমরা সহবত দেখাই। কিন্তু তার মানে এই নয় আমাদের দলের নেতাদের বারবার ফিরিয়ে দেওয়া হবে। জম্মু, উত্তরপ্রদেশ, গুয়াহাটি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়-প্রতিটি জায়গা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রতিনিধি দলকে।

নরেন্দ্র মোদীর কলকাতা সফরে শহরের বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখান নাগরিকদের একাংশ। ওঠে মোদীবিরোধী স্লোগান। রাস্তা অবরোধ করা হয়। রাজভবনের কাছে অবস্থানে বসেন পড়ুয়ারা। সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে রাজভবনে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই প্রতিবাদ মঞ্চে NRC, CAA বিরোধী স্লোগান তোলেন তিনি। মোদীর সঙ্গে মমতার বৈঠক নিয়েও সরব হয় বেশ কিছু নাগরিক সংগঠন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*