প্রচন্ড ব্যাথা পাচ্ছি, টুইটারে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

মাসের-পর-মাস বন্দি হয়ে রয়েছেন ওমর আব্দুল্লা, ফারুক আব্দুল্লা, মেহবুবা মুফতির মত কাশ্মীরি নেতা-নেত্রীরা। বারবার এই বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে প্রকাশ্যে এল একটি ছবি। ছবিটি রীতিমতো আলোড়ন তৈরি করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছবিটি ট্যুইট করেছেন।

তিনি লিখেছেন, ”ছবিতে ওমরকে চিনতেই পারছি না। খুব ব্যাথা পাচ্ছি। গণতান্ত্রিক দেশে এমনটা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখের। কখনও এর শেষ?” কী চেহারা হয়েছে! মুখের জেল্লা হারিয়েছে। মুখে সন্তদের মতো পাকা দাঁড়ি। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার এমন ভাইরাল ছবি দেখে ব্যথা পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওমরের এমন অবস্থার জন্য বিঁধলেন মোদী সরকারকে।

কাশ্মীরের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের সন্তান ওমর আবদুল্লা ছিলেন মুখ্যমন্ত্রী ও। ভারতের সুদর্শন রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু শনিবার সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি প্রকাশ এসেছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। শুকনো মুখে একরাশ দাড়ি আর তার মধ্যে আসছেন তিনি। ছ’মাস বন্দি থাকার পর এমনই অবস্থা হয়েছে ওমার আব্দুল্লার। কাশ্মীরের নতুন করে টুজি নেট পরিষেবা চালু হওয়ার পরই ছবিটি প্রকাশ এসেছে বহু সাংবাদিক ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যদিও ছবির উৎস কোথা থেকে তা জানা যায়নি।

গত বছরের আগস্ট মাসে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই বন্দি রয়েছেন এই নেতানেত্রীরা। বিরোধীদের চাপ দেওয়া সত্ত্বেও তাদের মুক্তি দেওয়া হয়নি। এবার আমেরিকার তরফ থেকে ভারতকে বার্তা দেওয়া হয়েছে যাতে তাদের দ্রুত মুক্তি দেওয়া হয়। শনিবার ওমর আব্দুল্লাহ ছবিটি প্রকাশ্যে আসার পর অনেকেই সেটি শেয়ার করেছেন কেউ লিখেছেন, এত কিছুর মধ্যেও তাঁর মুখে হাসি দেখে আশা জাগছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*