পৌরভোটের রণকৌশল ঠিক করতে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসবেন মমতা

Spread the love

পৌরসভা ভোটের চূড়ান্ত রণকৌশল ঠিক করতে এবারে কাউন্সিলরদের নিয়ে বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ মার্চ তপসিয়ার তৃণমূল ভবনে হবে বিশেষ এই বৈঠক। মমতা বন্দোপাধ্যায়ের পাশাপাশি বৈঠকে হাজির থাকতে পারেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। এ ছাড়াও থাকতে পারেন সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতৃত্ব।

উল্লেখ্য, এপ্রিলেই কলকাতা-সহ রাজ্যের সমস্ত পৌরসভার ভোট হতে চলেছে বলেই মনে করছে বিভিন্ন মহল। শুরু হয়েছে জোরকদমে প্রশাসনিক প্রক্রিয়া। ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। প্রার্থীতালিকা তৈরি থেকে ভোট প্রচারের রণকৌশল-সহ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব চাইছে চূড়ান্ত পর্যায়ের কাজগুলি শেষ করতে। সেই মতো ২ মার্চ তৃণমূল ভবনে দলীয় কাউন্সিলরদের সঙ্গে সরাসরি বসতে চলেছেন তৃণমূলের প্রথম সারির নেতারা।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে হাজির থাকার জন্য ইতিমধ্যেই বার্তা পৌঁছেছে দলীয় কাউন্সিলরদের কাছে। প্রসঙ্গত, ভোট রণকৌশল নিয়ে এর আগে জেলা সভাপতি এবং বিধায়কদের সঙ্গে তৃণমূল ভবনে পৃথক পৃথকভাবে বৈঠক সেরেছেন তৃণমূল সুপ্রিমো। এবারে কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন তিনি।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*