করোনা মোকাবিলায় ২০০ কোটির তহবিল রাজ্যেরঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল গড়া হয়েছে ৷ নবান্নে জরুরী বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট লাগু করল রাজ্য সরকার ৷

এদিনের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে করোনার ভাইরাস মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল গড়া হয়েছে৷ করোনা মোকাবিলায় যারা কাজ করবেন, সেই সব কর্মীদের জন্য ৫ লক্ষ টাকার অতিরিক্ত বিমা দেওয়া হবে ৷ এই বিমার আওতায় ১০ লক্ষ লোক রয়েছে৷

স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য ২ লক্ষ পিপিই (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) কেনা হচ্ছে৷ এছাড়া কেনা হচ্ছে ২ লক্ষ এন-৯৫ মাস্ক৷ এবং আরও থার্মাল গান৷ এদিকে স্কুল কলেজসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ এবার সেই ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে৷ ছুটি থাকবে আইসিডিএস কেন্দ্রগুলিও।আইসিডিএস বাচ্চাদের জন্য ঘরে পাঠানো হবে চাল-ডাল৷

ইতিমধ্যেই রাজ্যের ৩ লক্ষ ২৪ হাজার মানুষের স্ক্রিনিং করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি আরও ৫ হাজার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার করোনা নিয়ে নবান্নে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অযথা করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে গুজবে কান দেবেন না। আত্মসন্তুষ্টি থাকা ঠিক নয়।’ এদিন ইতালি, আমেরিকা-সহ একাধিক দেশের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খতিয়ান পেশ করেন মুখ্যমন্ত্রী।

করোনার সংক্রমণ রুখতে ইতিমধ্যেই কল সেন্টার চালু করেছে রাজ্য সরকার। কল সেন্টারে ইতিমধ্যেই ৫ হাজার ফোন এসেছে। করোনা নিয়ে কেউ জানতে চাইলে তাঁকে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। করোনার সংক্রমণ রুখতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকেও জমায়েত এড়াতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সিনেমা হল, রিয়েলিটি শোগুলিও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখতে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*