পয়লাতেই বেতন, চাইলে মিলবে অগ্রিমও; ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

মাস পয়লাতেই এপ্রিলের বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা৷ এমনকি চাইলে মিলবে অগ্রিম এক মাসের বেতনও৷ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

রাজ্যে বেড়েই চলেছে করোনার সংক্রমণ৷ সোমবার পর্যন্ত বাংলায় ২২ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে৷ আগামী কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারী, স্কুলশিক্ষক, শিক্ষাকর্মী মহলে একটা উদ্বেগ ছিল যে, এপ্রিলের মাস পয়লায় বেতন হবে কিনা তা নিয়ে৷

সেই আশঙ্কা দূর করে দিয়ে এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মাসের ১ তারিখে যাতে সরকারি কর্মচারীদের বেতন ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন হয় তার জন্য আমি অফিসারদের দেখতে অনুরোধ করছি”৷ শুধু এমাসের বেতনই নয়, সরকারি কর্মীরা যদি আগাম এক মাসের বেতন অগ্রিম হিসেবে চান, তবে সেটা দিতেও রাজ্য সরকারের তরফে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, কোনও সরকারি কর্মচারী যদি মনে করেন একমাসের বেতন অগ্রিম নেবেন তাহলেও আমাদের কোনও আপত্তি নেই৷ আপনারা আবেদন করবেন. আমরা দেখে নেব৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*