বাংলায় করোনা আক্রান্ত ৬১, মৃত ৩: মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রাজ্যে সোমবার বেলা ১২টা পর্যন্ত রাজ্যে ৬১ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। করোনায় এখনও পর্যন্ত রাজ্যে মৃত ৩। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে করোনা নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিনরাত এক করে কাজ করছেন। ‘চিন্তার কারণ নেই’, রাজ্যবাসীকে আশ্বস্ত করে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে কোনও কোনও রাজনৈতিক দলের আইটি সেল রাজনীতি করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। নাম না করে রাজনৈতিক দলগুলিকে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘রাজনীতি করার সময় এটা নয়। বিভিন্ন রাজনৈতিক দলের আইটি সেল ফেক নিউজ ছড়াচ্ছে।’

করোনা নিয়ে রাজ্য সরকার নিয়মিতভাবে হেল্থ বুলেটিন প্রকাশ করছে না বলে কোনও কোনও রাজনৈতিক দলের নেতা অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন,‘রবিবার নবান্ন বন্ধ ছিল। তাই সাংবাদিক বৈঠক করা যায়নি। নবান্ন বন্ধ ছিল বলে অন‍্য‍ কাজ বন্ধ ছিল না। কেউ কেউ কাদা ছোড়াছুড়ি করছেন৷’

সোমবার নবান্নে সাংবদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এদিন বেলা ১২টা পর্যন্ত রাজ্যে ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৫টি আক্রান্ত হওয়ার ঘটনা শুধু সাতটি পরিবারের মধ্যেই। ৯৯% আক্রান্তের সঙ্গেই বিদেশ যোগ ছিল।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কালিম্পঙে একটি পরিবারের ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার মধ্যে ১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এরা চেন্নাই থেকে এসেছিলেন।

রাজ্যে কমান্ড হাসপাতালের এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর পরিবারেরও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি

নদিয়ার তেহট্টের পরিবারের সঙ্গে ব্রিটেনের যোগ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তেহট্টে ৫ জন আক্রান্ত। এগরাতেও আক্রান্ত ব্যক্তি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সংক্রমণ ছড়িয়ে মোট ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমমন্ত্রীর আরও ঘোষণা, ‘চিন্তার কারণ নেই। রোগ নিরাময়ের পথ খুঁজছে রাজ্য। করোনা আক্রান্ত ১৩ জন সুস্থ হয়ে ফিরেছেন। কালিম্পঙে আক্রান্ত ১০ জনের মধ্যে ৪ জনের আজ নেগেটিভ রিপোর্ট এসেছে। এটা ভালো খবর।’ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাজের দরাজ প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বেলেঘাটা আইডি হাসপাতাল যা কাজ করছে তার তুলনা হয় না। এসএসকেএমও খুব ভালো কাজ করছে। এখনও আইডিতে ১৭ জন ভরতি রয়েছেন। তার মধ্যে ১২ জনের লক্ষণ ভালো। চিকিৎসকরা অনেক চেষ্টা করছেন।’

এছাড়াও হাওড়ায় ৮ জন, কলকাতায় ১২ জন, হলদিয়ায় ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*