৩ মে-র পর লকডাউন বাড়ছেই, ইঙ্গিত মমতার

Spread the love

৩ মে নয়, গোটা মে পর্যন্তই লকডাউন থাকবে বাংলায়।
মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠক শেষে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিশ্বের বহু দেশে মে মাসের শেষ পর্যন্ত লকডাউন থাকছে। আপনারা অনেক কষ্টে রয়েছেন। আরও কিছু দিন কষ্ট করতে হবে। এখন ঘর থেকে বেরোবেন না।’ তিনি জানান, বিশেষ কমিটির সুপারিশেই লকডাউন বাড়ানো হবে।

রাজ্য করোনা পরিস্থিতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও পরিস্থিতি উন্নতি হয়নি। তবে একদিনে কোনও রোগ শেষ হয় না। চরিত্র বদলায়। আপাতত বাড়িতে থাকুন। বাইরে বের হবেন না। মাস্ক পরে থাকুন। লকডাউন মেনে সুরক্ষার নিয়ম মেনে চলুন।’ গোটা ‘দেশের আগেই যে বাংলায় লকডাউন’ হয়েছিল, তা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের কাছেও মুখ্যমন্ত্রীর আবেদন, ‘নিজেদের সাবধানতা নিয়েই চেম্বার খোলার চেষ্টা করুন।’

বিভিন্ন জোন-ভিত্তিক দোকানপাট খোলা নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকার অস্পষ্টতা নিয়ে সোমবার ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। আজও সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় নির্দেশিকা নিয়ে ক্ষোভের কথা জানান তিনি। বলেন, ‘কেন্দ্র এখনও স্পষ্ট নির্দেশিকা দেয়নি।’ যদিও আজ মুখ্যমন্ত্রী জানান, গ্রিন জোনে, যেখানে একটাই দোকান সেগুলো সোমবার থেকে খোলা যাবে। তবে মার্কেট কমপ্লেক্সের মধ্যে খোলা যাবে না। এছাড়াও গ্রিন জোনে কারখানা খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘রোগী ফেরাবেন না।’ পাশাপাশি জানিয়ে দেন, ‘মোট ৫১টি বেসরকারি হাসপাতাল নিয়েছে রাজ্য সরকার।’ সেখানে করোনা চিকিৎসা হলে, তার খরচ রাজ্যের বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*