এতদিন লড়াইটা সীমাবদ্ধ ছিলো নবান্ন বনাম রাজভবনের মধ্যে। এবার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের বৈঠকে সুর সপ্তমে চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের গণ্ডি টপকে লড়াই এবার প্রধানমন্ত্রীর দপ্তরে। সোমবার ভিডিয়ো কনফারেন্স চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, “তৈরি করা চিত্রনাট্য আওড়ে যাচ্ছে কেন্দ্র”। তিনি বলেন, ‘আমাদের রাজ্য করোনা মোকাবিলায় ভালো কাজ করছে৷ এই রকম সঙ্কটের মুহূর্তে কেন্দ্রের রাজনীতি করা উচিত নয়৷ আন্তর্জাতিক সীমান্ত ও অন্য বড় রাজ্যের সীমান্ত পশ্চিমবঙ্গ ঘিরে৷ সব রাজ্যকে এক ভাবে দেখা উচিত৷ টিম ইন্ডিয়া হয়ে কাজ করা উচিত এই সময়ে৷ যুক্তরাষ্ট্র কাঠামোর সম্মান করা উচিত৷ আমরা যখন আপনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি, কেন আপনারা আমাদের হামলা করছেন? কেন সর্বদা বাংলা, বাংলা, বাংলা? এত কেন সমালোচনা?’
ভিডিয়ো কনফারেন্স চলাকালীন তিনি আরও বলেন, “এটা রাজনীতির সময় নয়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভাঙবেন না ।” ধাপে ধাপে লকডাউন শিথিল করা, ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক এবং সর্বোপরি দেশ তথা রাজ্যগুলির আর্থিক পরিস্থিতি নিয়ে আজ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
এমনটা যা হতে পারে, তার কিছুটা আন্দাজ পাওয়া গেছিল আগে থেকেই । মার্চে যখন রাজ্যের কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল পশ্চিমবঙ্গে । সেই থেকেই শুরু কেন্দ্র-রাজ্য চাপানউতোর । রাজ্যে লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে না এবং কোরোনা সংক্রান্ত সঠিক রিপোর্টও প্রকাশিত হচ্ছে না বলে অভিযোগ করেছিল কেন্দ্র।
আজকের বৈঠকে শুরু থেকেই মুখ্যমন্ত্রী ছিলেন রণং দেহি মূর্তিতে । কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আসা নিয়েও ক্ষোভ উগড়ে দেন বৈঠকে । বলেন, ” কেন্দ্রীয় প্রতিনিধি দল যে আসবে, সে বিষয়ে রাজ্যকে কিছু জানানো হয়নি ।” পাশাপাশি কেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রের প্রতিনিধি দল পাঠানোর দরকার পড়ল, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী । এদিকে তৃণমূলের তরফে বিগত কিছুদিন ধরেই অভিযোগ আসছে, রাজ্য প্রশাসন যখন কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত, তখন কেন্দ্র নির্দিষ্ট কিছু রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ।
Be the first to comment