স্বাস্থ্যবিমা মে মাস থেকে বাড়িয়ে জুলাই মাস পর্যন্ত করা হলো: মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

স্বাস্থ্যবিমা মে মাস থেকে বাড়িয়ে জুলাই মাস পর্যন্ত করা হল৷ করোনা পরিস্থিতি নিয়ে নবান্ন থেকে জেলার পঞ্চায়েত দফতরগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি আরও বলেন, গুরুতর অসুস্থ হলে ১ লক্ষ টাকা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেওয়া হচ্ছে৷ ইতিমধ্যেই ৫৩ জনকে দেওয়া হয়েছে৷ এছাড়া স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক, পুলিশকর্মীদের জন্য আমরা ১০ লক্ষ টাকার বিমা করিয়েছি, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বুধবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তিনি বলেন, করোনা থাকবে, তার মধ্যেই গ্রাম বাংলার অর্থনীতি চালু করতে হবে৷ আগামী দিনে আরও দোকানপাট খুলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর মতে, ১০০ দিনের কাজ শুরু করতে হবে৷ এই কাজে প্রয়োজনে ভিনরাজ্যের শ্রমিকদের নিয়োগ করতে হবে বলে মন্তব্য তাঁর৷ বিশেষ করে যারা এই রাজ্যে আটকে পড়েছেন৷ একই সঙ্গে কড়া বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে রেশন নিয়ে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, রেশন-ডিলাররা যেন চাল-গম লুকিয়ে না রাখেন৷ কেউ যেন অনাহারে না থাকে, তা নিশ্চিত করতে হবে৷ জেলাশাসকদের সেটা দেখতে হবে৷

মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, জুয়েলারি, ইলেকট্রিক, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল সার্ভিস, ছোট খাবারের দোকান খোলা যাবে৷ তবে ছোট দোকানেও বসে খাওয়া যাবে না৷ তাছাড়া এখনই কোনও বড় রেস্তোরা খুলছে না৷ তাঁত হাট, খাদি বাজার, বিশ্ব বাংলা হাট খোলা হল৷ বেলা ১২টা থেকে ৬ টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানগুলো৷ চালু করা হচ্ছে রফতানি ও আমদানি৷ গ্রিন জোনে জেলার মধ্যে বাস ও ট্যাক্সি চলবে। সিনেমা-সিরিয়ালের শুটিংয়ের ক্ষেত্রে এডিটিং-ডাবিং চালু হবে। তবে নতুন শুটিং নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*