করোনা আবহেও সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। রাজ্যের রুক্ষ মাটিতে এবার পরিবেশ-বান্ধব শিল্প গড়তে চায় রাজ্য সরকার। রাজ্যের ৬ জেলায় মাটির সৃষ্টি প্রকল্প গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ হাজার একর জমিতে গড়ে তোলা হবে পরিবেশ বান্ধব শিল্প।
রাজ্যের ৬ জেলায় মাটির সৃষ্টি প্রকল্প গড়তে তৎপরতা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সাড়ে ৬ হাজার একর জমিতে ওই প্রকল্প গড়ে তোলার কাজ শুরু হয়েছে। বুধবার নবান্নে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তৈরি হবে মাটির সৃষ্টি প্রকল্প। সংশ্লিষ্ট এলাকার কৃষকদের নিয়ে সমবায় সমিতি গড়ে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের যে জেলাগুলিতে রুক্ষ মাটি রয়েছে যেখানে কষিকাজ ভালো হয় না মূলত সেই এলাকাগুলিকে বেছে নিয়েই মাটির সৃষ্টি প্রকল্প গড়ে তুলতে চায় রাজ্য সরকার। বহুদিন আগে থেকেই এই প্রকল্প নিয়ে বিশেষ চিন্তা-ভাবনা শুরু করে দেয় রাজ্য সরকার। ওই জেলাগুলির সাড়ে ৬ হাজার একর জমিতে ইতিমধ্যেই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার নবান্নে রাজ্যের নতুন এই প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরই পাশাপাশি এদিন করোনা মোকাবিলায় কেন্দ্রের আর্থিক প্যাকেজেরও কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দুর্ভোগের সময় মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা।
প্যাকেজে কর্মসংস্থানের কথা বলা হল না। করোনা মোকাবিলায় বরাদ্দ কোথায়। বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে কেন্দ্র। টাকা নেই, রাজ্যগুলি চালাবে কী করে?’
Be the first to comment