নাগেরবাজার বিস্ফোরণকাণ্ডের প্রসঙ্গ মুখে না আনলেও তিনি বুঝিয়ে দিলেন রাজ্যে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। বুধবার জলপাইগুড়িতে পর্যটনহাবের উদ্বোধনে গিয়ে পুলিসকে সদা সর্বদা সজাগ থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই নাগেরবাজার বিস্ফোরণ কান্ডের তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন পুলিসের উদ্দেশ্যে মমতার বলেন অনেক হিংসুটে লোক আছে। নজর রাখবেন। পরিকল্পিতভাবে অনেক কিছু করার চেষ্টা করবে। কে কোথায় কী করছে, ব্যাগ রাখছে, সব নজর রাখবেন। পাশাপাশি পুলিসকে আরও সক্রিয় হওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ঘরে বসে থাকলে হবে না। ওসিকে নিজের এলাকার খবরাখবর জানতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ার পরই এদিন বিস্ফোরণস্থলে পৌঁছন সিআইডি ডিআইজি প্রণব কুমার।
Be the first to comment