মহারাষ্ট্রের পর এবার বাংলা, ঘরোয়া বিমান পরিষেবা এখনই চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

২৫ মে দেশে ঘরোয়া বিমান পরিষেবা চালু হওয়ার কথা ৷ কিন্তু দেশের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র এই মুহূর্তে বিরোধী৷ এবার পশ্চিমবঙ্গও এই মুহূর্তে ঘরোয়া ফ্লাইট শুরু করার পক্ষে মত দিল না ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কলকাতা ও বাগ়ডোগরা বিমানবন্দরে কিছু দিনের জন্য বিমান পরিষেবা চাইছেন না ৷ ২৫ তারিখ থেকে ঘরোয়া বিমান পরিষেবা শুরু হয়ে যাওয়ার কথা ৷ কিন্তু করোনা ভাইরাসের জেরে চতুর্থ পর্বের লকডাউন ও আমফান সাইক্লোন পরবর্তী ক্ষতির জেরে এই সময় বাংলা বিধ্বস্ত ৷ ত্রাণ কার্যও শুরু হয়েছে পশ্চিমবঙ্গে ৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মুখ্যসচিব ইতিমধ্যেই উড়ান মন্ত্রালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন ৷ ৩০ তারিখ অবধি কলকাতায় ও অন্তত ২৮ তারিখ অবধি বাগডোগরা বিমানবন্দরে আভ্যন্তরীন উড়ান পরিষেবা চালু না করার আবেদন করা হয়েছে ৷

মহারাষ্ট্রের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে রাজ্য ১৯ মে পরবর্তী যে লকডাউনের নির্দেশ দিয়েছে তাতে কোনও পরিবর্তন করেনি৷ এই নিয়মের জেরে কিছু বিশেষ বিমান পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে ৷

পাশাপাশি রাজ্য কেন্দ্রের কাছে বিশেষ ট্রেন বন্ধ করার আবেদন করেছে ৷ বিভিন্ন জেলা প্রশাসন সুপার সাইক্লোন আমফানের পর ত্রাণকার্য চালু করে দিয়েছে ৷ তারা জানিয়েছে পুনর্বাসন শুরু হয়ে গেছে ৷ ফলে এই অবস্থায় স্পেশাল ট্রেন রিসিভ করা সম্ভব হবে না বলে জানানো হয়েছে৷

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যারা বাইরের রাজ্য থেকে আসছে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখতে হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারের কাছে ঝড় পরবর্তী পর্যায়ে লড়াই করার জন্য সহায়তা করেছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*