এদিক-ওদিকে যাঁরা মুখ খুলছেন, তাঁরা দল থেকে বেরিয়ে যেতে পারেন: মমতা

Spread the love

দলীয় নেতা ও বিধায়কদের উদ্দেশে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের । গতকাল ভিডিয়ো কনফারেন্স করে এভাবেই কড়া সতর্ক বার্তা দিলেন তিনি । বলেন , ” যাঁরা এদিক ওদিকে মুখ খুলছেন, তাঁরা চাইলে দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন ।” কার্যত নাম না করে দলের বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডেকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন দলনেত্রী ।

কিছুদিন আগে দল বিরোধী মন্তব্য করেছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা দলের বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডে। যাকে কেন্দ্র করে অস্বস্তি তৈরি হয়েছিল শাসক দলেরই অভ্যন্তরে। বিষয়টিকে ভালোভাবে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও।

গতকাল ভিডিয়ো বৈঠকে নাম না করে সাধন পাণ্ডেকে সতর্ক করলেন তৃণমূল নেত্রী । ক্ষুব্ধ মমতা বলেন, ” কলকাতার নেতাদের বলছি, তাঁরা এদিক ওদিক মুখ খুলছেন। চাইলে দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন।” এছাড়াও গতকাল দলীয় নেতাদের বিশেষ নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি সাফ জানিয়ে দেন, রাজ্য কমিটির অনুমোদন ছাড়া জেলা সভাপতিরা কোনও সাংগঠনিক রদবদল করতে পারবেন না। যে কোনও রদবদল করতে হলে রাজ্য কমিটির অনুমতি নিয়ে করতে হবে। জেলা সভাপতি কোনও সিদ্ধান্ত এককভাবে নিতে পারবেন না।

অন্যদিকে, শুক্রবার সাংগঠনিক কিছু রদবদল করেছেন তৃণমূল সুপ্রিমো। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র দেখার জন্য দলের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে দায়িত্ব দেন মমতা। গতকাল বৈঠকে এই প্রসঙ্গে তিনি বলেন, “ দীনেশ দা, আপনি ব্যারাকপুরের সংগঠন ধরুন। কারণ আপনি এখনও ব্যারাকপুরের সাংসদ সদস্য রয়েছেন। রোজ রোজ উসকানি দিয়ে অশান্তি ছড়াচ্ছে বিজেপি । দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আপনাকে ।”

গতকালই ব্যরাকপুর লোকসভা কেন্দ্রের সভাপতির দায়িত্বভার দীনেশ ত্রিবেদীকে দিলেন মমতা । তাঁকে মাথায় রেখে ১০ জন নেতাকে নিয়ে একটি কমিটি তৈরি করে দিলেন তৃণমূল সুপ্রিমো । এই কমিটি এবার থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কাজকর্ম দেখাশোনা করবে । এতদিন পর্যন্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সভাপতি দায়িত্বভার সামলাতেন নির্মল ঘোষ । এছাড়াও বসিরহাটের সাংগঠনিক কাজকর্ম নিয়েও দলীয় বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে আলোচনায় বসার জন্য উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সহ বসিরহাট মহকুমার নেতাদের নির্দেশ দেন তিনি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*