দেশজোড়া লকডাউনে অনেক কিছু খুললেও চালু হয়নি লোকাল ট্রেন পরিষেবা। সেইসঙ্গে বন্ধ মেট্রো চলাচল। তাই এবার কলকাতা ও শহরতলির রাস্তায় বাই সাইকেল চালানোয় অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নের সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী কলকাতা-সহ সমস্ত পুলিশ কমিশনারদের উদ্দেশে বলেন, বড় রাস্তা বাদ দিয়ে কোন কোন মাঝারি ও ছোট রাস্তা দিয়ে সাইকেল চালানো যায় তা ঠিক করতে হবে। ট্রেন ও মেট্রো না চলার ফলে গণপরিবহণ ধাক্কা খাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, “অফিস যেতে দেরি হলে মহাভারত অশুদ্ধ হবে না। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা বড় ক্ষতি।” তাই যাঁরা সাইকেল নিয়ে কর্মস্থলে যাবেন তাঁরা যেন সাবধানে প্যাডেল করেন সেই পরামর্শও দেন মমতা।
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, “আমরা সরকারি বাস চালাচ্ছি। পাঁচ হাজার বাস নেমেছে। বেসরকারি বাসও চলছে। অটো চলাও শুরু হয়ে গিয়েছে। অনেক ট্যাক্সিও নেমেছে। কিন্তু ট্রেন বন্ধ থাকার কারণে অনেকেরই অসুবিধে হচ্ছে।” পর্যবেক্ষকদের মতে, মমতা এদিন বোঝাতে চেয়েছেন, রেল তাঁর হাতে নেই। মেট্রোও নবান্নের নিয়ন্ত্রণে নয়। কিন্তু বাস, অটোর মতো গণপরিবহণের যে যে যানবাহন রাজ্যের এক্তিয়ারাধীন সেগুলি পুরোদমে চলছে।
প্রসঙ্গত, কলকাতায় গত কয়েকদিন ধরেই সাইকেল চলার সংখ্যা বেড়েছে। কলকাতা লাগোয়া হাওড়া, হুগলির অনেক জায়গা থেকেই সাধারণ মানুষ সাইকেল নিয়ে কাজে যাচ্ছেন। এদিন তাতেই সরকারি সিলমোহর দিল নবান্ন।
Be the first to comment