নোভেল করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলায়। লকডাউনের পঞ্চম দফায় আনলক পর্যায় চললেও কোভিড কিংবা নন কোভিড চিকিৎসার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে রাজ্যে। অগত্যা টেলি মেডিসিনের মাধ্যমে বাড়িতেই করোনা আক্রান্তদের, সোমবার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “করোনা এবং অন্যান্য রোগের ক্ষেত্রে টেলি মেডিসিন চালু করব। লকডাউনের নিয়ম বিধি চলায় অনেকেই ডাক্তারদের চেম্বারে যেতে পারছেন না। তাঁদের পরামর্শ নিতে পারছেন না। তাই এই পরিষেবা শুরুর কথা ভেবেছি। এই সকল ক্ষেত্রে ১ জুলাই অর্থাৎ ডক্টর্স ডে থেকেই আমরা এই পরিষেবা শুরু করব। প্রত্যেক জেলায় জেলায় সেট-আপ করছি টেলি মেডিসিনের। প্রথমে একটু অসুবিধা হবে। তাই আগে ১২টা ফোন নম্বর নিয়েই চালু হবে। আপনাদের তা জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে জেলার জন্যও আলাদা নম্বর করা হবে।”
এদিকে, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানান যে সংক্রমণ বেড়েই চলেছে রাজ্যে। সোমবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন। করোনার সংক্রমণ রুখতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করছে মমতা সরকার।
Be the first to comment