করোনায় মৃত ১২ সরকারি কর্মী, পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্যঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। তালিকায় রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও অন্য সরকারি কর্মী। মৃতদের পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার। একইসঙ্গে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা সাহায্য দেওয়া হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কোভিড যোদ্ধাদের পাশে রাজ্য সরকার। করোনা মোকাবিলায় একেবারে প্রথম সারিতে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ-সহ প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিক-কর্মীরা। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েও কর্তব্যে অবিচল তাঁরা।

রাজ্যে ১২ জন সরকারি কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তালিকায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও অন্য সরকারি কর্মীরা রয়েছেন। করোনায় মৃত সরকারি কর্মীদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার।

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কোভিড যোদ্ধাদের পরিবারকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনান, করোনায় আক্রান্ত হয়ে মৃত সরকারি কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার। চাকরির পাশাপাশি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। এছাড়াও কোভিড যোদ্ধাদের সম্মান জানাতে মেডেল ও মানপত্র দেবে রাজ্য সরকার।

দেশের অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি নোভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে এরাজ্যেও। ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে পরিস্থিতি। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে শ’য়ে-শ’য়ে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউন চালু করা হয়েছে।

এছাড়াও সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে প্রতিনিয়ত সরকারের তরফে প্রচার চলছে। তবুও সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। বুধবার বিকেল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৮৩৮। রাজ্যে করোনায় মৃত বেড়ে ৯৮০।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*