প্রতীক্ষার অবসান ৷ কোভিড পরিস্থিতির মোকাবিলা করে অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ এবারের উচ্চমাধ্যমিকে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। নির্ধারিত সময়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। মাধ্যমিকে পিছিয়ে পড়লেও উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য ফল কলকাতার পড়ুয়াদের ৷
মোট পরীক্ষার্থী ৭ লাখ ৭৫ হাজার ৩৩৪ ৷ পাশ করেছেন ৯০.১৩ শতাংশ ৷ ৫০০-এর মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯ ৷ চলতি বছরে পাশের হারে নজির উচ্চমাধ্যমিকে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এবারে পাশের হারে রেকর্ড ৷ গতবারের তুলনায় পাশের হার বাড়ল ৩.৮৩ শতাংশ ৷ ছেলেদের পাশের হার ৯০.৪৪ শতাংশ ৷
আর ফলাফল প্রকাশের পরই সমস্ত ছাত্রছাত্রীদের টুইট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। ছাত্রছাত্রীরা নিজেদের সুন্দর জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ে পা রাখতে চলেছে। সমস্ত ছাত্রছাত্রীদের, প্রিন্সিপ্যাল, শিক্ষক ও পরিবারের সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। সুন্দর ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে।
Be the first to comment