উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের ফুল, মিষ্টি ও শুভেচ্ছাবার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী

Spread the love

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিনই মুখ্যমন্ত্রীর কাছ থেকে উপহার পেলেন কৃতী ছাত্র-ছাত্রীরা। তাদের ফুল, মিষ্টি ও লিখিত শুভেচ্ছা পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি কৃতী পড়ুয়ারাও৷

উল্লেখ্য, এই বছর উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেড়েছে। প্রথম ৬ এর মধ্যে রয়েছে ১৩০ জন পড়ুয়া। মাধ্যমিকের তুলনায় কলকাতার রেকর্ড বেশ ভালো। ছাত্র-ছাত্রীদের ফলাফলে খুশি মুখ্যমন্ত্রীও ।

শুক্রবার সকালেই ট‍ুইটে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তিনি। এরপর শনিবার কৃতী পড়ুয়াদের বাড়িতে প্রতিনিধি পাঠিয়ে ফুল, মিষ্টি ও শুভেচ্ছা বার্তার কার্ড পাঠান তিনি।

সরকারি তরফ থেকে প্রতি বছর ঘটা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা উপহার দিয়ে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা। সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে এবারে হয়তো আলাদা করে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান হবে না। আর সেই কারণে কৃতী ছাত্র-ছাত্রীদের আগাম শুভেচ্ছা ও উপহার মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন বলে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*