আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

‘ঘূর্ণিঝড় আমফানে যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। কাউকে বঞ্চনা করা হবে না। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে।’ বুধবার একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় বিরোধীদের ক্রমাগত তোলা অভিযোগের জবাব দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমফানের ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের ক্রমাগত সমালোচনার জবাব দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের পাল্টা জবাব দিতে একুশে জুলাইয়ের মঞ্চ বেছে নেন তৃণমূল সুপ্রিমো।

আমফান মোকাবিলায় কেন্দ্রের দেওয়া হাজার কোটি টাকাও দ্রুততার সঙ্গে খরচ করা হয়েছে বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ভার্চুয়াল সভায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আশ্বাস দিয়ে বলেন, ‘আমফানে যাঁরা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তাঁরা ক্ষতিপূরণ পাবেন। মিথ্যা, অপপ্রচার হচ্ছে।’

করোনা আবহে লকডাউন চলাকালীন রাজ্যের কয়েকটি এলাকায় রেশন দুর্নীতি প্রকাশ্যে আসতেই তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন ভার্চুয়াল সভায় সেপ্রসঙ্গেও মুখ খোলেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘একটা দু’টো স্পটে কেউ যদি কোনও গন্ডগোল করে সরকার তদন্ত করে ব্যবস্থা নিয়েছে। সিপিএম, বিজেপি অপপ্রচার করছে।’