জাতীয় পতাকাকে সম্মান জানানোটাই বড় কথা, বাড়ি বাড়ি পতাকা তুলুন; মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

করোনা আবহে দিনের পর দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এই নিয়ে কড়াকড়ি লকডাউনও চলছে রাজ্যে। এমন সময় সমস্ত বড়ো জমায়েতই এড়িয়ে চলছে সরকার।

আজ নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১৫ অগস্ট আসছে। এবার সমস্যা আছে। কিন্তু স্বাধীনতা দিবস আমাদের জীবনের সবচেয়ে বড় দিন। প্রধান দিন। এই দিনের সঙ্গে অন্য কোনও দিনের তুলনা হয় না। এটা আমাদের স্মরণীয়, বরণীয়, ঐতিহাসিক, গণতান্ত্রিক—সব দিক দিয়ে বড় দিন।”

তিনি আরোও বলেন, “দরকার হলে ঘরে ঘরে পতাকা তুলুন। জাতীয় পতাকাকে সম্মান জানানোটাই বড় কথা।” মমতা বন্দ্যোবন্দ্যোপাধ্যায় বলেন “অন্যবার রেড রোডে লক্ষ লক্ষ মানুষ আসেন। কিন্তু এবার সেসব কিছুই হচ্ছে না। শুধু পতাকা উত্তোলন হবে এবং কয়েক জন কোভিড ওয়ারিয়রদের সংবর্ধনা জানানো হবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*