ওরা পাঁচটা মিথ্যে বললে আপনি ১০টি সত্যি দিয়ে তার জবাব দিনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজ বক্তব্য রাখেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে প্রতিবারের মতো এবারের ২৮শে আগষ্ট নয়। এবার ভার্চুয়ালি সভা হয়।

এদিন তিনি বলেন, “করোনা মহামারীকে রুখে দেব। কিন্তু দেশে রাজনৈতিক মহামারী চলছে। এই রাজনৈতিক মহামারীর বিরুদ্ধে হয় লড়বেন, নয় মরবেন। ওরা ভয় দেখাবে। কিন্তু হাম লড়েঙ্গে। হাম এক সাথ লড়েঙ্গে অউর জিতেঙ্গে।”

তিনি আরোও বলেন “আগামী দিন দেশের মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দেবে বাংলা। মনে রাখবেন, একুশ বিপ্লবের কথা বলে। একুশে এমন জয় আমাদের হবে যে সারা দেশের মানুষ দেখবে, বাংলাকে ভয় দেখিয়ে দমিয়ে দেওয়া যায় না।” তিনি বলেন, ‘ওরা পাঁচটা মিথ্যে বললে আপনি ১০টি সত্যি দিয়ে তার জবাব দিন।’

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে লড়াইয়ের ডাক দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘ভারতের আকাশটাকে আজ মিথ্যের কালো চাদর দিয়ে ঢেকে দিতে চাইছে বিজেপি। আমাদের ছাত্র, যৌবনকে এগিয়ে এসে ওই কালো চাদরটা সরিয়ে দিতে হবে।”

কেন্দ্র সরকারের বিরুদ্ধে তিনি বলেন “বলেছিল পাঁচ বছর জিএসটির অংশ রাজ্যকে দেবে। অথচ কিছুই দিচ্ছে না। কেন্দ্রের সরকার যা ইচ্ছে তাই করছে। সবাইকে চুপ করিয়ে রাখতে চাইছে।” তিনি আরোও বলেন, “জাতীয় স্তরের সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে খবর করতে দেওয়া হচ্ছে না। এক ভয়াবহ ভারতের দিকে এগিয়ে যাচ্ছি আমরা।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*