দুর্গাপুজোয় খোলামেলা হোক মণ্ডপ, প্রস্তাব মুখ্যমন্ত্রীর

Spread the love

করোনা আবহে দুর্গাপুজোর প্যান্ডেল হোক খোলামেলা ৷ এমনটাই প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকার গঠিত গ্লোবাল পরামর্শদাতা কমিটির সদস্যরা পুজো মণ্ডপ নিয়ে একটা ভাল পরামর্শ দিয়েছে ৷ এটা আমারও প্রস্তাব ৷ দুর্গাপুজোর মন্ডপে এবছর যথেষ্ট হাওয়া বাতাস যাতে ঢোকে সেই ব্যবস্থা রাখতে হবে, যাতে গোটা মণ্ডপটা বদ্ধ না লাগে ৷ মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিতে যাতে অসুবিধা না হয় ৷ মণ্ডপে হাওয়া বাতাস বইলে জীবাণু থাকলে তা বেরিয়ে যাবে ৷

পাশাপাশি এবছরের পুজো পরিকল্পনা নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে ২৫ সেপ্টেম্বর বসতে পারেন মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসন ৷ তার আগেই এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে পুজো প্যান্ডেল তৈরির ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে খোলা প্যান্ডেলের বদলে ঢাকা মণ্ডপে ভেন্টিলেশনের ব্যবস্থা রাখলে তা অতটা কার্যকরী হবে না ৷ প্যান্ডেলে খোলা হাওয়া বাতাস চলাচলের ব্যবস্থা রাখা ভাল ৷ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও স্পষ্ট করেন, গোটা প্যান্ডেল খোলা থাকবে এমন নয় ৷

তিনি বলেন, যেখানে দুর্গা প্রতিমা থাকবে সেই জায়গাটা তো ঢাকাই থাকবে। কিন্তু মানুষ যেখানে দাঁড়িয়ে অঞ্জলি দেবেন, যেখানে দাঁড়িয়ে ঠাকুর দেখবেন সেই জায়গাটা খোলা রাখতে হবে। করোনা পরিস্থিতি সংক্রমণ এড়াতে পুজো নিয়ে বাড়তি সতর্ক রাজ্য ৷ এছাড়াও জমায়েত এড়িয়ে, পুজোর আনন্দ উপভোগের ক্ষেত্রে মানুষকে নিজেকেও সাবধান হতে হবে বলে অনুরোধ মুখ্যমন্ত্রীর ৷ ২৫ সেপ্টেম্বর বৈঠকের পরই করোনা আবহে দুর্গাপুজোর ক্ষেত্রে কী হতে চলেছে রাজ্যের পরিকল্পনা তা আরও বিস্তারিত জানা যাবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*