বাঙালির চেনা রীতিনীতির অন্যতম অঙ্গ ভূত চতুর্দশী। এমন এক দিনে বাঙালি পুরনো রীতি মেনে ভূত চতুর্দশীতে চোদ্দ শাক খাওয়া থেকে চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি পালিত হয়। আর শুক্রবার ভূত চতুর্দশী উপলক্ষে রাজ্যবাসীকে টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভূত চতুর্দশী! শব্দ দুটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অন্ধকার রাত। আর গা ছমছমে সেই রাতে তেনাদের বিচরণ। দীপান্বিতা অমাবস্যার আগে এই চতুর্দশী তিথিতেই পালিত হয় ভূত চতুর্দশী। হিন্দু শাস্ত্র মেনে অনেকেই এই দিনটিতে বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালান এবং চোদ্দরকমের শাক খেয়ে থাকেন।
Be the first to comment