বাঁকুড়ার সভা থেকে একযোগে CPI(M) ও বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, CPI(M) লোভী, BJP হল ভোগী কিন্তু তৃণমূল হল ত্যাগী ৷ লোকসভা ভোটের সময় জগাই-মাধাই-গদাই এক হয়েছিল ৷ CPI(M)-এর হার্মাদরাই আজ রং পরিবর্তন করে বিজেপি হয়েছে ৷ তিনি আরও বলেন, আমায় জেলে পুরবে, পুরুক। জেলে বসেও নির্বাচনে লড়ব, জিতব। চ্যালেঞ্জ করে যাচ্ছি।
তিনি বলেন, আপনারা কি CPI(M)-এর সেদিনের অত্যাচার ভুলে গেছেন ৷ সেদিনের লড়াইয়ের কথা ভুলে গেছেন ৷ আমি কিন্তু ভুলিনি ৷ বাঁকুড়ার ছেলেমেয়েরা আগে ভয়ে বাড়ি থেকে বের হতে পারত না ৷ কিন্তু আজ সেই বাঁকুড়া শান্তিতে আছে ৷
এরপর বিজেপিকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, অন্য সময় পাত্তা নেই ৷ আর আজ যখন বাংলার মানুষ শান্তিতে বাস করছে তখন মানুষের শান্তি কেড়ে নেওয়ার জন্য দিল্লি কা লাড্ডু কয়েকজনকে বাংলায় পাঠিয়েছে ৷
পাশাপাশি বহিরাগত তত্ত্ব তুলে ধরে তিনি আরও বলেন, তাঁরা কেউ বাংলার লোক নয় ৷ বাইরের লোক ৷ আপনাদের সব লুটে নেবে ৷ কিন্তু যখন নির্বাচন আসবে তখন দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে ৷ এলাকায় লুকিয়ে লুকিয়ে টাকা দিচ্ছে ৷ পুলিশের বিভিন্ন এজেন্সিতে যারা কাজ করে তাদের মাধ্যমেও টাকা দেওয়া হচ্ছে বলে শুনেছি ৷
তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, তৃণমূল করতে গেলে ত্যাগী হতে হবে ৷ লোভী হওয়া চলবে না ৷ মানুষের পাশে দাঁড়াতে হবে ৷ তাই লোভী-ভোগীদের পাল্লায় তৃণমূল কর্মীদের না পড়ার পরামর্শ দেন তিনি ৷ বলেন, কেউ কেউ ভাবছেন এখন থেকে লাইনটা করে রাখি, বাই চান্স যদি ক্ষমতায় চলে আসে ৷ চান্সই নেই তো বাইচান্স ৷ বাঁকুড়ার এক একটা আসন বুঝে নেব ৷ একটাতেও বিজেপি বা CPI(M) থাকবে না ৷
Be the first to comment