কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের মাধ্যমে তিনি কৃষক নেতাদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি আশ্বাস দেন, তৃণমূল কংগ্রেস সব সময় তাঁদের পাশে রয়েছে ।
অন্যদিকে, কৃষকরা বাংলায় বিজেপিকে প্রবেশ না করতে দেওয়ার আর্জি জানান বলে সূত্রের খবর । আজ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন সিঙ্ঘু সীমান্তে পৌঁছান । সেখানে আন্দোলনরত কৃষকদের সঙ্গে প্রথমে কথা বলেন সাংসদ । এরপর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কৃষক নেতাদের বলেন, “আমরা আপনাদের পাশে রয়েছি । পালটা কৃষকরা বলেন, “আপনি বাংলায় খুব ভালো কাজ করছেন । দয়া করে বিজেপিকে বাংলা থেকে উৎখাত করুন । আপনার জয়ের প্রার্থনা করছি । যখনই প্রয়োজন হবে আমাদের ডাকবেন । আমরা বাংলায় চলে আসব ।
পরে সাংবাদিকদের ডেরেক বলেন, মমতাদি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন । তাঁদের কথা শুনেছেন । আমরা কৃষকদের সঙ্গে রয়েছি । কৃষকদের সঙ্গে আলোচনার প্রস্তাব আগেই রেখেছে কেন্দ্রীয় সরকার । সেই প্রসঙ্গে ডেরেক বলেন, কেন্দ্রের সঙ্গে আলোচনার কোনও জায়গাই নেই । কৃষকদের সঙ্গে কথা বলেছি । কয়েক হাজার কৃষক আন্দোলন করছেন । কৃষি আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে।
Be the first to comment