ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ । ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মহাজোটবদ্ধ বিরোধী দলগুলির নীতি নির্ণয়ের কাজও চলছে সম্পূর্ণ উদ্যমে । ২০১৯ এর রোডম্যাপ প্রস্তুত করতে আজ নয়াদিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজ সন্ধ্যার বিমানেই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী । বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে তেলুগু দেশম পার্টি ও বেশ কয়েকটি আঞ্চলিক দল । আগামিকাল বিরোধী আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে যোগদান করবেন তিনি । এই বৈঠকে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেবেন মমতা ।
প্রসঙ্গত, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে কার্যত সেমিফাইনাল ধরা হচ্ছে এই নির্বাচনকে । আগামী মঙ্গলবার, ১১ তারিখ ভোটের ফলপ্রকাশ ঘিরেও রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। ফলঘোষণার দিনেও দিল্লিতেই থাকবেন মুখ্যমন্ত্রী । ১২ ডিসেম্বর দিল্লি থেকে মুম্বই যাবেন মমতা ।
Be the first to comment