একুশের ভোটে জয়লাভ করে ফের রাজ্যে ক্ষমতায় ফিরবে তৃণমূল, আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকারই রাজ্যে থাকবে। ক্ষমতায় ফিরে ফের আমরাই বিমানূল্যে রেশন দেব।
একুশের ভোট যত এগোচ্ছে রাজ্যের নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে প্রশাসনিক বৈঠকে যান মুখ্যমন্ত্রী। সেখানেই সভা-মঞ্চ থেকে আত্মবিশ্বাসের সুরে বলেন, আমাদের সরকারই রাজ্যে থাকবে। ক্ষমতায় ফিরে ফের আমরাই বিমানূল্যে রেশন দেব।’’ এরই পাশাপাশি বিজেপিকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘নির্বাচন এলেই মিথ্যা প্রতিশ্রুতি দেয় বিজেপি।
বিহারে ভোটের লক্ষ্যেই কেন্দ্রীয় সরকার বিনা পয়সায় রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর। এপ্রসঙ্গে তিনি এদিন বলেন, বিহারে ভোটের কথা মাথায় ছিল। তাই আগে কেন্দ্র বিনা পয়সায় রেশন দিচ্ছিল। ভোট মিটতেই বিনা মূল্যের রেশন বন্ধ।’’ একইসঙ্গে বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘‘ভোট এলেই বাইরে থেকে গুন্ডা আনে বিজেপি। এদিনও কৃষক বিক্ষোভের সমর্থনে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment